রাধারমণ দত্ত রচিত গান নং ৪৭০

বাঁশি রে নিরলে ফুটোরে বইসে মনপাখি ঝুইরে দুই আংখি ।
বাঁশির মরম কইবো রে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
আপন সাধে ঠেকছি ফান্দে কি দোষ দিমু পরেরে ।
বাঁশির নয়নে শ্রবণে সম্মিলন নয়নে নয়ানে কামদহন
পিঞ্জিরার পাখির মত উঠিতে না পারি রে ।
শ্রীরাধারমণে বলে ঐ কথা মনের ব্যাথা বইলমু কার কাছে ।।