রাধারমণ দত্ত রচিত গান নং ৫৫২

আর কি আমার আছে গো বাকী ।
চটকে প্রাণ আটকে রাইখে উড়িয়া গেছে প্রাণপাখি ।।
শ্রীকৃষ্ণ রুপের মাধুরী তার তুলনা দিবো কি ।
তার নাম লইলে হয় প্রেমের উদয়, তারে বা দোষ দিবো কি?
বিশখা গো চিত্রপটে মন মজাইলে রুপ দেইখে
শ্যামের বাঁশি হইলো কুলবিনাশী, করিলো গো কলঙ্কী ।
যা হইবার ত হইয়া গেছে, এখন ভাবলে হবে কি?
গোসাই রাধারমণ বলে প্রাণ দিয়া গো শ্যাম রাখি ।।