প্রাণ সজনী শোনো নি মুরলী গো সই গহীন বনে ।।
রব শুনে অধৈর্য্য মন প্রাণ করে উচাটনে ।।
শুনে ধ্বনি উন্মাদিনী দাসী হইবার মনে
ত্বরায় সখি দেখাও দেখি সই যে তেজিবো পরাণে ।।
নারী বিনে নারীর বেদন অন্যে কি তায় জানে
হিয়ার মাঝে জ্বলছে অনল তরা কর নিবারণ ।।
শাশুড়ি ননদী পতির থাকিয়ে গঞ্জনে
যেন পিঞ্জিরায় রাখি কহে শ্রীরাধারমণে ।।