জগজ্জননী ভবদারা আসিয়াছে।।
তপ্ত কাঞ্চন রুপের কিরণ ভুবন আলো করিয়াছে।।
শুকনামা সুকেশিনী ত্রিভঙ্গ বাঁকা ত্রিনয়নী
ওষ্ঠাধর বিম্ব জিনি দশভুজে বেড়িয়াছে
ইন্দ্রধনু জিনি ভুরু যেন রামে রম্ভা উরু
শ্রীচরণ পল্লব কল্পতরু একশ্চন্দ্রে শোভিয়াছে
কী শোভাবাসা চন্দ্রিমা জগতে নাই তমসা
হরিহরের মনোরমা সিংহোপরি দাঁড়াইয়াছে
সঙ্গে লক্ষী সরস্বতী কার্তিক আর গণপতি
রাধারমণের এই মিনতি অন্তে যেন রেখ কাছে।।