ওহে কৃষ্ণ গুণমণি মোর প্রতি দয়া ধর জানি অভাগিনী ।
অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
দেখাও স্বরুপ তোমার ভুবনমোহিনী
তুমি তো গুণের ঠাকুর আমি অভাগিনী
দয়া ধর দয়ার নাথ জানিয়া তাপিনী
তাপিনী জানিয়া বন্ধু কর রে সিঞ্চনী
সিঞ্চাগুণে শীতল অউক তাপিত পরাণি ।
ভাবিয়া রাধারমণ বলে কুলের কামিনী
তোমার পিরীতে মজি অইলাম কলঙ্কিনী ।।