রাধারমণ দত্ত রচিত গান নং ৭৭৬

সুবল বলনা রে আমি কি করি এখন
শ্রীরাধার মাধুর্যগুণে হরিয়া নিল মন।। ধু।।
রাধা আমার প্রাণের প্রাণ জীবনের জীবন
তিলে পলে না হেরিলে এ চন্দ্রবদন।
শুইলে স্বপনে দেখি সদা উদ্দীপন
চিন্তামণি কমলিনী সাধনেরই ধন।
শীঘ্র যাইয়া করো ভাই রাধা অন্বেষণ
রাধাকুন্ডের তীরে যাইয়া ত্যেজিব জীবন।
রাধাকুন্ডের পারে গিয়া করো পুষ্পাসন
বাঁশির সুরে কমলিনী ডাকে ঘন ঘন।
শুনিয়া ধ্বনি কমলিনী চমকিত মন
রাধারমণ বলে আশা হবে কি পূরণ।।