রাধারমণ দত্ত রচিত গান নং ১২৪

হবে নি রে আর মানব জনম দেখ না ভাবিয়া
চৌরাশি লক্ষ যোনি ভ্রমণ করিয়া ।।
কত না তপস্যা করি মানব জনম পাইয়া
যখন ছিলাম মায়ের গর্ভে নরকে পড়িয়া
পূর্বকথা পাশরিলাম ভূমিষ্ঠ হইয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
হেলায় হেলায় দিন কাটাইলাম গুরু না ভজিয়া ।।