আজি উদয় দিনমণি রামচন্দ্রের সতুর কাটে।
কৌশল্যা রানী নীল শাড়ি পইড়ে রানী ঘুমটা দিলা মাথে
সুবর্ণের ছুরিখানি তুইলা লইয়া হাতে।।
দাওটায় সতুর কাটইন ভূমিচ্ছেদ করিয়া
সাক্ষাতে ময়ূর নাচে ঘুরিয়া ঘুরিয়া।।
সতুর কাটা সমাপন ব্রজনারী
শ্রীরাধারমণ বলে, স্নান করাও হরি।।