ঐ বাজে মোহন বাঁশি শোনো নি শ্রবণে
বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ।।
যোগী ঋষির যোগভঙ্গ বাঁশির সুতানে
যমুনা উজান বহে শ্যামের বাঁশির সনে ।।
ললিতা বিশাখা চল কে যাবে মোর সনে
কদম্বে কি বংশী বটে কি যমুনা পুলিনে ।।
আর তো ঘরে রইতে নারি বাঁশির আকর্ষণে
বংশী নাটে মন উচাটন কহে শ্রীরাধারমণে ।।