জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায়
শ্যামরায় ভোমরা গো ঘুরিয়া ঘুরিয়া মধু খায় ।
নিতি নিতি ফুল বাগানে ভোমর আসে মধু খায়
আয় গো ললিতা সখি আবার দেখি শ্যামরায় ।
মুখে হাসি হাতে বাঁশি বাজায় বাঁশি শ্যামরায়
চান বদনে প্রেমের রেখা আয় গো ফিরি দেখে আয় ।
ভাইবে রাধারমণ পাইলামনা রে হায়রে হায়
পাইতাম যদি বন্ধুয়ারে রাখতাম হৃদয় পিঞ্জিরায় ।