রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫

গুরু না মানিলাম গো সখী আমি কি দিয়া
করিতাম গো বেপার ।
বেপারিয়ে বেপার করে, গুরু আমার কান্দা মাত্র
হইলো সার ।
ভাঙ্গা নায়ে জাঙ্গা দিয়ে মস্তল কইলাম সার,
রাধার নামে বাদাম দিয়ে রে মন যাইতাম নিতাইর প্রেমবাজার
প্রেম বাজারের খরিদ বিক্রি কেবল হরিনাম সার
রমণেরই নাই টাকা কড়ি রে মন নাইসে রে ধনের ভান্ডার ।