রাধারমণ দত্ত রচিত গান নং ৬৫৯

আমার সোনা বন্ধের লাগিয়া মনের আগুন ওঠে গো জ্বলিয়া ।।
আমায় থইয়া সোনা বন্ধু তুমি কোথায় রইলায় ভুলিয়া ।।
সখী গো তোমরা সবে প্রেম শিখাইলায় যতন করিয়া
এখন বন্ধে ছাড়িয়া গেলা কি দোষ মানিয়া ।।
সাজাইয়া ফুলের শয্যা রইলাম চাইয়া
নিদয়া নিষ্ঠুর বন্ধু একবারও না চাইলো ফিরিয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এ জনমটি গেলো আমার কান্দিয়া কান্দিয়া ।।