রাধারমণ দত্ত রচিত গান নং ৫৮২

তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
আমি যাই নিকুঞ্জবনে ।।
মন হইয়াছে উন্মাদিনী যেন মণিহারা ফণী
বিলম্ব আর সহেনা প্রাণে ।।
হরি অভিসারণ পরম গহন বন কুসুমে
শ্রীরাধারমণ করিতেছি নিবেদন শ্যাম মিলনে ।।