মাইয়া কৃষ্ণভজনের মূল
মাইয়ার প্রেমপাথারে সাঁতার দিয়ে অনায়াসে মিলবে কুল।।
মন হরিয়ে নেয় মনোহারী হরিহরে সমতুল।।
সত রজ তম মাইয়া জগৎ মাইয়ার অনুকুল।।
হরিহর জানেন যে মাইয়ার মর্ম, মাইয়া প্রেমরসের ফুল
মাইয়া যার পানে চায় আড় নয়নে তার কি রাখে জাতিকুল।।
কামিনীর কামসাগরে কামকুম্ভীরে গন্ডগোল
তুমি সহজ মাইয়ার সঙ্গ করো শ্রীরাধারমণের কুল।।