আমায় আকুল করিলো, আমায় পাগল করিলো
শ্যাম বাঁকা নয়নে ।
নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা আর যে অলকা রেখা
আর বাঁকা শোভিয়াছে কুন্তল, শ্রবণে কি হেরিলাম
কালশশী কি সন্ধানে বাজায় বাঁশি
আমারে করিলো পাগল বাঁশির গানে ।
ভাইবে রাধারমণ বলে কেন আইলে জলে গো ।।
সাধে সাধে হইলে পাগল শ্যাম দরশনে ।।