রাধারমণ দত্ত রচিত গান নং ৮৫৬

যাবে নি রে মন সহজ ভাবের বাজারে।।
মদনগঞ্জের বেচাকিনি করবে দরে।।
কৃষ্ণমন্ত্রে দীক্ষা করি ছেদন কর কর্মডুরি তিমিরান্ধ দূর করি
অপার ভবের কান্ডারী অদ্বৈত নিতাই পার করে।।
গুরুবাক্য কর বিশ্বাস শ্রদ্ধাজলে ভাবের প্রকাশ, হওরে গুরুর দাস
গুরুশিষ্য একাত্মা হইলে যাইতে সে পারে।।
সে হাটের বাজারী যারা প্রেম দিয়ে রস খরিদ করা সহজের ধারা
রাধারমণ ভনে বেচাকিনি রসিক দোকানদারে।।