রাধারমণ দত্ত রচিত গান নং ৭৫০

রাধার জীবনান্তকালে ললিতে গো কর্ণে শুনাও কৃষ্ণনাম
জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
রাধার অঙ্গেতে লিখিও কৃষ্ণনাম।
শতদল তুলসী দিয়ে মালা গাইথা গলে দিও
রাধার সিথিমূলে লিখিও কৃষ্ণনাম।
রাই, রাধারমণ বলে, দেহ থইয়া প্রাণি চলে
আমার কৃষ্ণ আইনে পুরাও মনের কাম।।