রাধারমণ দত্ত রচিত গান নং ৫৩১

শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইলো কানে
বাজলো বাঁশি গহীন কাননে ।।
যমুনা পুলিন ঘাটে বদনভরে বংশী বটে
বাজলো বাঁশি জলের ঘাটে বিষম সংকটে
আমার মন হইয়াছে উন্মাদিনী আর কি প্রাণে ধৈর্য মানে
নূতন বাঁশের বাঁশি নূতন বয়সের কালশশী
নূতন সুরে বাজায় বাঁশি গহীন কাননে
আমার মন চলেনা গৃহে যাইতে লয়ে চলো শ্যাম যেখানে ।
শোন গো ললিতা সই তোমারে মরম কই
মনে লয় হইতাম দাসী ঐ রাঙা চরণে
গোসাই শ্রীরাধারমণের আশা পূর্ণ হবে কতদিনে ।।