চলেছে হরি নামের গাড়ি
আয় কে যাবি বৃন্দাবন
দীক্ষা শিক্ষা মহাবলী পথে
তিনটা ইস্টিশন ।।
প্রথম টিকনা নৈদাপুরী
স্টেশন মাস্টার গৌর হরি
নিতাই অদ্বৈত সহায়কারী
নামের গাড়ির মহাজন ।
হরিদাসের চৌকিদারী সাতপণ দণ্ড টাইম নিরুপণ
অজলা ও নামের গাড়ি নিষ্টাচাকে দোকানদারী
ভক্তি আনল প্রেমের বারি কামের কয়লায় কইরে দাহন ।
সদামূলে ভাবের নিকট চালাও বিশ্বাসের ইঞ্জিন ।
গাড়ী পলকে গোলোকে চলে
কালের কোঠায় রুপ সনাতন
গাড়ী মাঝে আশি কোঠা
ষোলো কোঠায় মালের কোঠা
পাঁচ রসিক তার মালের মহাজন
গাড়ী গোলোকে গোপনে চলে
বইসে রইলো গোসাই রমণ ।