রাধারমণ দত্ত রচিত গান নং ৬৯৫

কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
প্রাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ।।
অপার উদয়চাঁদ অঙ্গ শীতল করে
আমার লাগি সে চাঁদ সখি অনল হইয়া ঝরে ।
অপারে বন্ধুয়ার বাড়ি মধ্যে সুর নদী
মনে লয় উড়িয়া যাইতাম পংখ না দেয় বিধি ।
শোনো সখি শ্যামের প্রেমে মরলে জীবন পায়
জীবন থাকতে মরলাম আমি এখন কি উপায় ।
ভাইবে রাধারমণ বলে বন্ধু শ্যামরায়
মইলে আমায় দিও শরণ নেপুর বান্ধা রাঙা পায় ।।