কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
প্রাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ।।
অপার উদয়চাঁদ অঙ্গ শীতল করে
আমার লাগি সে চাঁদ সখি অনল হইয়া ঝরে ।
অপারে বন্ধুয়ার বাড়ি মধ্যে সুর নদী
মনে লয় উড়িয়া যাইতাম পংখ না দেয় বিধি ।
শোনো সখি শ্যামের প্রেমে মরলে জীবন পায়
জীবন থাকতে মরলাম আমি এখন কি উপায় ।
ভাইবে রাধারমণ বলে বন্ধু শ্যামরায়
মইলে আমায় দিও শরণ নেপুর বান্ধা রাঙা পায় ।।