রাধারমণ দত্ত রচিত গান নং ৮১২

আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না
এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না।
মুখের মাঝে অমৃত ভরা তাতে ছাই দিও না
এগো দুধের মাঝে ছাই মিশাইলে দুধের বর্ণ রবে না।
মধুপুরে কাল ভমরা সদায় করে আনাযানা
এগো শুকাইলে কমলের মধু আর তো ভমর আসবে না।
ভাবিয়া রাধারমণ বলে প্রেমজ্বালায় তো বাঁচি না
পড়িয়া রইলাম ঘুমের ঘোরে ভমরারুপ দেখলাম না।