গৌরার ভাবটি বোঝা দায়, ওহে স্বরুপ রাম রায় ।।
হরি সংকীর্তণের মাঝারে কেন ইতি উতি ধায় ।।
কি ভাইবে গো গৌর আমার উন্মাদের প্রায়
হাসে ক্ষণে কান্দে রে অ গৌরা নয়নজলে ভেসে যায় ।।
ভাবাবেশে রসের গৌরা প্রেমে ভাসিয়া যায়
হরি হরি রাধা রাধা বলিয়া রে গৌরা প্রেমে ভূমে গড়ি যায় ।।
গোদাভরী তীরে গৌর যমুনা বলি ধায়
ব্রজের ভাব পাইয়াছে মনে হে গৌর শ্রীরাধারমণ গায় ।।