রাধারমণ দত্ত রচিত গান নং ৫৪৮

সজনী গো নূতন প্রেম বাড়াইয়া নিলো প্রাণি ।
মুগা দিয়া সুত বলিয়া তেলচুরাদি টোপ গাথিয়া গো
আমায় লোভাইয়া লোভাইয়া নিলো প্রাণী গো
পিরীতি করিলাম ভাল, উধান মাধান সন্ধ্যাকাল
আমি হেইচ্চা দিলাম নিশ্চয় গঙ্গাজল ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আমি পিরীত কইরে হইলাম জিতে মরা ।।