রাধারমণ দত্ত রচিত গান নং ৮৯০

দয়াল তিননাথ আও, আমার আসরে চলিয়া আও।।
বসিনে আসন বা দিব দয়াল তিননাথ
মস্তক উপরে বা তিননাথ।।
ও যথায় তথায় যাও বা তিননাথ
আসিও সকালে ও বা তিননাথ।।
ও শ্রীরাধারমণের আশা দয়াল তিননাথ
উড়াইয়া আসিও বা দয়াল তিননাথ।।