কালরুপ হেরিলাম গো সই কদম্বমূলে ।।
ঐ রুপ জলেরই ছলে ঐ রুপ বিজলী খেলে
আমরা তো যাবোনা গো সই ফিরিয়া গোকূলে
কালমেঘ দেখি মেঘের নাথ নামিয়াছেন ঐ জলে ।
ঐ রুপ জলেরই ছলে, ঐ রুপ গহীনে খেলে
শ্যামের মাথায় মোহন চূড়া বামে গো হিলে
যেদিকে ফিরাই আঁখি, সেদিকে নয়ন গো ভুলে
সখি চল সকলে, যাই যমুনারই জলে
দাড়াইয়াছে শ্যাম গো চাঁন্দ ত্রিভঙ্গ হইয়ে
শ্যামের লাগি মুই অভাগী প্রাণ ত্যাজিমু ঐ জলে ।
বলে বাউল রমণে ঐ রুপ লাগলো নয়নে
কেমনে রহিবো গৃহে শ্যাম চাঁন্দ বিনে
মনে লয় গৌররুপ গাঁথিয়া রাখি আপন গলে ।