কী হেরিলাম প্রাণসখী শ্যামরুপে ধিকিধিকি
রুপের কথা বলব কত বিজুলি চটকের মতো
দাড়াইয়াছে কদম্ব তলায়।
কাজল বরণ কালা গলে শোভে বনমালা
মোহন বাঁশি আছে কার কপালে।
মেঘেতে বিজুলির ন্যায় রুপকে কেমন দেখা যায়
রুপের ছটায় যুবতীর মন ভুলে।
ভাইবে রাধারমণ বলে স্থান দিওনা কর্ণমূলে
সবে মিলে করুক কানাকানি।।