রাধারমণ দত্ত রচিত গান নং ২৩১

জয়রে জয় প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য
জয় সুরধুনী ধন্য নইদে অবতীর্ণ ।।
জয় প্রভু নিত্যানন্দ বড়ই বদান্য
জয় শ্রী অদ্বৈতচন্দ্র বৈষ্ণবের গণ্য ।
স্বরুপ রামানন্দ শ্রীপুর সনাতন
সংকীর্তণ যজ্ঞারম্ভে কর আগমন ।।
রঘুনাথ পদধূলি মস্তকে ভূষণ ।
নামকীর্তন গায় শ্রীরাধারমণ ।।