শুধু ভক্তি করলে কি হবে রে সরল ভাব নাই তোর মনে
সোনার পিঞ্জিরার গো মাঝে কাকের বাচ্চা পালন করে ।
চতুর পাশে আড় করিলো জাত বুঝি তার গেলোনা রে ।।
সিং কাইটে চোর সামাইলো ঘরের মানুষ যায় পলাইয়ে ।
কাঙালের ধন কাঞ্চাসোনা পইড়ে রবে অন্ধকারে ।।
গোসাই রাধারমণ বলে মানুষ জন্ম যায় বিফলে ।।
ব্রহ্মানন্দ কয় দয়াল গুরু সঙ্গে করে নে আমারে ।।