নদীয়ায় এলোরে আজ নিমাই কিশোর
সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ।।
নাম বিলাইয়া সে যে ফিরে ঘরে ঘর
যে বুঝে নামের মর্ম সে হয় অমর ।
হরি হরি বলে নাচে ঘরে ঘরে প্রেম যাচে
প্রেমিক হয়ে যে সে বাঁচে ঘুচে যায় কুচিন্তা ঘোর
শ্রীনিবাস অদ্বৈত সাথী তাদের তুনু ধূলায় ধূসর
বাউল রাধারমণ বলে ত্বরা করে সঙ্গ ধর ।।