দেইখে আইলাম তারে ত্রিভঙ্গ ভঙ্গিমা রুপ
দাড়ায় কদমতলে ।
মস্তকেতে মোহনচূড়া বামে হেলিয়া পড়ে
গলায় শোভে ফুলমালা যেন বিদ্যূৎ জ্বলে ।
হাতে তার মোহনবাঁশি বাজে শ্রীরাধা বলে
পরণে তার নীল ধড়া দাড়াইয়াছে কদমতলে ।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি সকলে
আয়গো তোরা সবে মিলে দেখবে শ্যাম কদমতলে ।