কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ রাধার মনচোর
সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর।
হাসিয়া ঢলিয়া পড়ে যেমন নিশা ঘোর
কোন কামিনী দিল তোমার কপালের সিন্দুর।
নিশি ভোরে আসিয়াছ নিদয়া নিষ্ঠুর
পথ হারা হইয়া নাকি আইলায় এতদূর।
মিটিমিটি চাও বন্ধু রাধার মনচোর
রমণ বলে রাধার হাতে বিচার হবে তোর।।