রাধারমণ দত্ত রচিত গান নং ১১৬

শুনরে পাষাণ মন আর কতদিন রবে তুই ঘুমে অচেতন ।।
তুমি মনে মনে ভাবছো কি তোমার হবেনা মরণ ।।
দুই দিন চাইর দিন ভবের খেলা রে পরার সনে উলামেলা রে
যাইবার কালে চিনবায় মজা বুঝবায় রে তখন ।।
বসত কর খাপুর দেশে মন রে ঘুম দিয়াছো কোন সাহসে রে
মনরে জাইগে দেখ তর চুরে নিলো মহাজনের ধন ।।
ভাইবে রাধরমণ বলে আমার মানবজীবন যায় বিফলে রে
মন রে ব্রহ্মানন্দ কয় মোর কপালে ঘটলো বিড়ম্বন ।।