শুনগো ললিতা প্রাণনাথ কোথা
সুখের যামিনী যায়
বিশাখা আনিতে গেল প্রাণনাথে
কেননা আনিল তায়।।
নিশিগত প্রায় ডাকে কোকিলায়
শুনে কি শুননা তায়
আসিবে বলিয়ে গেল গো চলিয়ে
পিপাসে পরাণ যায়।।
আগে না জানিয়ে পাছে না জানিয়ে
পিরিতি দিয়েছি দায়
কালার পিরিতি নিল কুল জাতি
গৃহে থাকা হল দায়।।
অন্তরে প্রবেশি করেছ উদাসী
বাঁচি কিনা বাঁচি তায়
টানিলে দ্বিগুণ করে গো বেদন
ছিড়িলে ছিড়া না যায়।।
কর গো মন্ত্রণা না সহে যন্ত্রণা
জীবনসংশয় প্রায়
প্রাণনাথ বিনে জীব কি পরাণে
শ্রীরাধারমণে গায়।।