রাধারমণ দত্ত রচিত গান নং ১৪৫

অবনীতে উদয় নদীয়াতে গৌর নিতাই ।।
পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই ।।
পঞ্চতত্ব সঙ্গে স্বরুপ রামানন্দ রায় ।
হরি সঙ্কীর্তন যজ্ঞারম্ভ আর জীবের ভাবনা নাই ।।
অযাচনে প্রেমরত্নধন জীবকে বিলায় ।
হরি নামামৃত বরিষণে ত্রিভুবন ভেসে যায় ।।
জীবের ভাগ্যে হইয়ে সদয় নামের লোট বিলায় ।
কেহ পাইলো কেহ পাইলোনা রে ভাবিয়ে রাধারমণ গায় ।।