রাধারমণ দত্ত রচিত গান নং ৭৮২

আইস ধনী রতন মন্দিরে
ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধুরে।
রতি রাধা রসবতী বিভোর শ্যামের কুলে
কমলের মধু যেন লুটিয়া ভ্রমরে।
মেঘের সুন্দর সৌদামিনী দিবার সুন্দর ভানু
কুমুদিনীর চন্দ্র সুন্দর রাধার সুন্দর কানু।
প্রেমসাগরে দুই কান্ডারী ভাইসা ফিরে জলে
তাহে ধইরা রসরাজ আনন্দে সাঁতারে।
ভাইবে রাধারমণ বলে দেখ গো সকলে
রাই কুলে শ্যাম, শ্যাম কুলে রাই শোভা করিয়াছে।।