রাধারমণ দত্ত রচিত গান নং ৬৪৫

অউতো যাবায় গিয়া বন্ধুরে আমার পরাণে বাঁধিয়া ।
আরে সত্যি করি কও রে বন্ধু আইবায় নি ফিরিয়া রে ।।
আর চূড়া ধড়া মোহন বাঁশিরে, বাঁশি যাও নিকুঞ্জে থইয়া ।
ওরে অবশ্য আসিবায় তুমি ওই বাঁশি লাগিয়া রে ।।
আর ভাইবে রাধারমণ বলে রে বন্ধু শোনো মন দিয়া ।
ওরে নারী যদি হইতায় তুমি জানতায় প্রেমজ্বালা রে ।।