রাধারমণ দত্ত রচিত গান নং ৫৭৯

শ্যামের প্রেয়সী বিনোদী রাই
হৃদয় বিদারে তোর মুখ চাই ।।
কাননে কি বনে যেখানে যাই
সাধিয়া আনিবো নাগর কানাই ।।
আনিয়া মিলাবো ভাবনা নাই
কিশোরী কিশোর দুই এক ঠাই ।।
নিশীথে গহন কাননে যাই
রাধারমণ বাসনা যুগল মিলাই ।।