রাধারমণ দত্ত রচিত গান নং ৮১৭

এই তো মহাজনের মত
যার প্রেমে স্বয়ং কৃষ্ণ দিয়াছেন প্রেমের খৎ।।
মাইয়ার প্রেমে সুখী জগৎ মাইয়ার অনুগত।।
দাসখতের এই অর্থ দেহ আত্মেন্দ্রিয় যত
মাইয়ার সুখে অনুরত সে বড় কঠিন ব্রত
রাধা প্রেমে ঋণী কৃষ্ণ তমসুকে দস্তখত।।
হরিহরের যেই মর্ম মাইয়ার সাধন মুখ্য কর্ম
আপনি আচরি ধর্ম দেখাইলেন জীবকে সহজ পথ
শ্রীরাধারমণে ভনে মাইয়া ভজে সৎ।।