রাধারমণ দত্ত রচিত গান নং ৯৪৩

আইল না শ্যাম প্রাণবন্ধু কালিয়া
বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া।।
আসবে বলে বংশীধারী আশান্বিত হইয়া
রাখিলাম চুয়াচন্দন কটরায় ভরিয়া।।
শোন গো তোরা সব সখী এখন উপায় করি কি
কার কুঞ্জে রইল বন্ধু আমায় পাশরিয়া।।
লবঙ্গ মালতীর মালা সাজাইলাম গো শ্যামকালা
এগো দেও নি মালা জলেতে ভাসাইয়া।।
অমঙ্গলের চিহ্ন যত ঝরিতেছে অবিরত
শ্রীরাধার নয়ন জলে বসন যায় ভাসিয়া।।
সই গো তোমরা উপায় বল, সুখের নিশি গত হইল
রাধার বন্ধু রইল পাশরিয়া।
ভাইবে রাধারমণ বলে দুঃখেতে অন্তর জ্বলে
আগুন নিবাও গো সখী প্রাণবন্ধু আনিয়া।।