রাধারমণ দত্ত রচিত গান নং ৭৮৪

একাসনে রাইকানু প্রেমে ভাসিয়া যায়
একজনের গায়ের বসন আরেকজনের গায়
কে রাধা কে কৃষ্ণ চিনন না যায়।।
শ্যামের বামে রাইকিশোরী বইছইন দুইজনে
পুষ্পবৃষ্টি করে তারা সব সখীগণে।
দুবাহু তুলিয়া শ্যামে ধরেন রাইর গলায়
চন্দ্রগ্রহণ লাগিয়াছে ভাবে বুঝা যায়।
ভাইবে রাধারমণ বলে দেখো সখীগণে
যুগলমিলন হইল আজি রস বৃন্দাবনে।।