রাধারমণ দত্ত রচিত গান নং ১৫২

আমার কি হইলো প্রাণ সখি গো জলের ঘাটে গিয়া
তারে দেইখে আইলাম প্রাণে মইলাম কলঙ্কিনী হইয়া ।
কোন বিধি নির্মিলো তারে বিরলে বসিয়া
সোনার অঙ্গে চাঁদের কিরণ কে দিলো মিশাইয়া ।
মুখে হরিবল হরিবল বলে দুইবাহু তুলিয়া
নয়ন ভরে দেখে আইলাম গৌর বিনোদিয়া ।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে হয় তার সঙ্গে যাই দাসের দাসী হইয়া
নাচিয়া নাচিয়া গো ।।