রাধারমণ দত্ত রচিত গান নং ৫৭

ডাকার মতো ডাকরে মন দীনদয়াল বন্ধু বলে
ডাকার মতো ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ।।
কাপট্য ছাড়ি যেজন ডাকে ভাসি নয়ন জলে
দয়াময় দীনবন্ধু আসন পাতে হৃৎকমলে ।
দীনহীন সমতৃণ যেজন হবে ধরাতলে
সেই জন অনায়াসে আসন পাবে চরণতলে ।
নাম জপে ধ্রুব প্রহ্লাদ আদি কালের দুই ছেলে
ডাকার মতো ডাকিয়া তারা তরিয়া গেলো অবহেলে ।
ভাইবে রাধারমণ বলে মন মজোনা ভুলে
ভুলে মগ্ন হলে মন সব ডুবিবে অগাধ সলিলে ।