ডাকার মতো ডাকরে মন দীনদয়াল বন্ধু বলে
ডাকার মতো ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ।।
কাপট্য ছাড়ি যেজন ডাকে ভাসি নয়ন জলে
দয়াময় দীনবন্ধু আসন পাতে হৃৎকমলে ।
দীনহীন সমতৃণ যেজন হবে ধরাতলে
সেই জন অনায়াসে আসন পাবে চরণতলে ।
নাম জপে ধ্রুব প্রহ্লাদ আদি কালের দুই ছেলে
ডাকার মতো ডাকিয়া তারা তরিয়া গেলো অবহেলে ।
ভাইবে রাধারমণ বলে মন মজোনা ভুলে
ভুলে মগ্ন হলে মন সব ডুবিবে অগাধ সলিলে ।