বিশখে শ্যাম সুখেতে আমার মরণ
আমার মরণজ্বালা হয়না নিবারণ ।
আমার মরণকালে থাইকো আমার কাছে গো
আমার কর্ণমূলে শুনাও কৃষ্ণনাম ।
আমি মইলে ঐ করিও না পুড়াইও না ভাসাইও
আমারে বাইন্দা রাইখো ঐ তমালের ডালে
তমাল ডালে বান্দিয়া রাইখো কর্ণে কৃষ্ণনাম শুনাইয়ো
আমার বক্ষস্থলে লেখিও কৃষ্ণনাম
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আমার প্রাণ যায় কৃষ্ণ কৃষ্ণ বলে ।।