রাধারমণ দত্ত রচিত গান নং ৫২৪

শ্যামরুপে নয়ন হইরে নিলো গো ।
ভুলিতে পারিনা আমার কি জ্বালা হইলো গো ।
যাইতে যমুনার জলে দেখা হইলো কদমতলে
আড়ে আড়ে শ্যামনাগরে চায় গো ।
নয়ন নিলো রুপ বানে কর্ণ নিলো বাঁশির বাণে
বিষে অঙ্গ জরজর পুড়িয়া হইলাম ছাই গো ।
গোসাই রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
মনের মানুষ বিনে আমার কে করিবে ভালো গো ।।