রাধারমণ দত্ত রচিত গান নং ২৮৮

স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই ।।
পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই ।।
ভক্তবৃন্দের পদধূলি রে অ জগাই মাখ সর্ব গায়
আলিঙ্গন দিলাম তোরে রে জগাই আর তোমার ভাবনা নাই ।।
নিতাইর অঙ্গে রক্তপাত রে অ জগাই করিয়াছে মাধাই
নিতাই বিমুখ জনেরে অ মাধাই উদ্ধারিতে শক্তি নাই ।।
করুণা সাগর নিতাই রে অ জগাই সুখের সীমা নাই
যদি তরিবার থাকে মনে রে অ মাধাই ধর যাইয়ে নিতাইর পায় ।।
কাঁচা সোনা নিতাই আমার রে অ মাধাই কালো দেখিতে পাই
যেন বিষপানে নীলকণ্ঠ রে অ মাধাই শ্রীরাধারমণ গায় ।।