রাধারমণ দত্ত রচিত গান নং ৪৭৬

বৃন্দাবনের যত সখি হীরার কলসী দেখি
এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখি ।।
কই গো শ্যামে বাজায় বাঁশি শাশুড়ির ঘরে থাকি
ননদীর জ্বালায় মরি এখন সইমু কত জ্বালা গো সখি ।
ননদীয়ে বলইন বধূ কদমতলে কীসের মধু
এখন কদমতলে নন্দের চিকন কালা গো সখি ।।
পদের উপর পদ থইয়া কদম্বে হেলান দিয়া
এখন বাজায় বাঁশি জয়রাধা বলিয়া গো সখি ।।
কোন ঘাটে ভরিতাম জল সব সখির মন চঞ্চল
এখন ভরইন জল শানের বান্ধাইল ঘাটে গো সখি ।।
কলসী ভরিয়া রাধে তুলিয়া লইয়া মাজার কাঙ্খে
এখন ধীরে ধীরে চলছে রাজপথে গো সখি
গোসাই রাধারমণ বলে শোন গো শ্রীমতি রাধে
এখন তোমার প্রেমে বান্ধা চিরকাল গো সখি ।।