রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫৭

বন্ধের বাঁশি মন উদাসী করিলো আমারে
নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ।।
যখন বন্ধে বাজায় বাঁশি তখন আমি রানতে বসি
কীসের রান্ধা কীসের বাড়া পরাণি যে ঝুরে
শাশুড়ি ননদী ঘরে যাইতে নারি বাইরে ।
ভাবিয়া রাধারমণ বলে বাঁশির সুরে হিয়া জ্বলে
কি ফলে পাইমু তারে দয়াল গুরু শিখাও মোরে ।।