রাধারমণ দত্ত রচিত গান নং ৬৯৬

কে রইলো কে রইলো আমার শ্যামচান্দ সুখপাখি ।।
আঙ্খির মাঝে পঙ্খির বাসা তিলে পলে দেখি
হৃৎপিঞ্জর শূণ্য করি আমায় দিলো ফাঁকি ।
পাখিরে খাইতে দিলাম চিনি দুধকলা
আর দিলাম রসগোল্লা যৌবনরসে মাখা ।
ভাইবে রাধারমণ বলে আশা রইলো বাকী
জিতে নি পুরিবে আশা মইলে নি পুরবো সখি ।।