রাধারমণ দত্ত রচিত গান নং ৭৪৭

রাই বিনে প্রাণ যায় না রাখা
যা রে সুবল আইনে দেখা।
সুবল রে বসিয়া তরুতলে রৌদ্র যায় ব্রজপুরেতে
পত্র দিও রাধিকার ঠাই।
বল রে তোমার জন্য মারা হইয়াছে ত্রিভঙ্গ বাঁকা।।
সুবলরে রাধার কথা মনে হইলে বুক ভেসে যায় নয়ন জলে
আমি মরতে গেলে যাইনা মারা রাই প্রেমে প্রাণ আছে গাথা।।
সুবল রে ভাইবে রাধারমণ বলে
বস সখা তরুতলে পাবে দেখা প্রেমময়ী রাধা
আমি অধম জেনে অন্তিমেতে দিও আমায় যুগল রেখা।।