রাধারমণ দত্ত রচিত গান নং ৮১১

আমার দেহতরী কে করলো গঠন
মেস্তরি কে চিনো নি রে মন।।
ঐ যে নায়ের গুড়া আছে, ছোট বড় সব দিয়াছে
কে কৈলো গঠন গো নায়ের কে কৈলো গঠন
লুয়া ছাড়া তক্তার জোড়া বেশ করিয়াছো পাটাতন।
ঐ যে নায়ের গরা আছে, গরায় গরায় মাল আছে
কে কৈলো ওজন গো নায়ের কে কৈলো ওজন
ছয় জনাতে চালায় তরী কে হইয়াছে মহাজন?
ভাইবে রাধারমণ ভনে মিছা ভবে আইলাম কেনে
না কৈলাম সাধন গো আমি না কৈলাম সাধন
হেলায় হেলায় দিন গুয়াইলাম কোন কাজেতে দিয়া মন।